চাঁপাইনবাবগঞ্জ-১৫/৪/২১ বৃহস্পতিবার। —শাহনেওয়াজ দুলাল–
আজ বৃহস্পতিবার সকাল ১১-৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের এখতার সেখ ছেলে মোঃ সোহেল শেখ বয়স( ৩৬) আজ, বেলা ১১ঃ৩০ মিনিটের সময় পাশ্ববর্তী আজাইপুর বিলে গোসল করতে নেমে নিখোঁজ হয়।পরে ফায়ার সার্ভিস কে জানালে বিকাল তিনটার সময় রাজশাহী হতে ডুবুরি এসে সন্ধা ৬ টা পর্যন্ত খুঁজে না পাওয়াই উদ্ধার কাজ স্থগিত করে বলে ফায়ার সার্ভিসের সাথে কথা জানা যায়।