ভিতরে

নাইজারে স্কুলে অগ্নিকান্ডে ২০ শিশু নিহত

নাইজারের রাজধানী নিয়ামিতে মঙ্গলবার একটি স্কুলের কয়েকটি শ্রেণীকক্ষে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ শিশু প্রাণ হারিয়েছে। ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মাদ সরকারি টেলিভিশনকে বলেন, ‘খড়ের কুঁড়েঘরে আগুনের সূত্রপাত ঘটে তা ২১টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে।’
তিনি আরো বলেন, ‘দমকল কর্মীরা দ্রুততার সাথে অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুরা আর বের হতে পারেনি।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি টেলিভিশন পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুরা শ্রেণীকক্ষের ভিতরে ছিল।
অগ্নিকান্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
নাইজারের প্রধানমন্ত্রী উহোমোদো শিশুদের বাবা-মার প্রতি তার শোক জানাতে রাজধানীর উপকণ্ঠে সংঘটিত এ দুঃখজনক অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিদেশি সৈন্য চলে না যাওয়া পর্যন্ত আফগানিস্তান শান্তি আলোচনায় অংশ নেবে না : তালেবান

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৪১৭