ভিতরে

কোহলিকে হটিয়ে শীর্ষে বাবর

ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিং তালিকার শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের দলনেতা বাবর আজম। ২০১৭ সালের অক্টোবরে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন টিম ইন্ডিয়ার দলনেতা কোহলি। ৪১ মাস পর শীর্ষস্থান হারাতে হলো কোহলিকে।
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২২৮ রান করেন বাবর। সেই সুবাদে ৮৬৫ রেটিং নিয়ে শীর্ষে উঠলেন তিনি। ৮৫৭ রেটিং থাকা কোহলি নেমে গেছেন দ্বিতীয় স্থানে। ৮২৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।
জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফের (২০০৩) পর চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন বাবর।
শুধু বাবরই নন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের ফাখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজেরও। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক হেনরিচ ক্লাসেন ও ওপেনার আইডেন মার্করামেরও উন্নতি হয়েছে।
তিন ম্যাচের সিরিজে দু’টি সেঞ্চুরিতে ৩০২ রান করেন জামান। এতে শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছেন জামান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসি

পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার