ভিতরে

আইপিএলে ছক্কার মাইলফলক গেইলের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসরের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন পাঞ্জাব কিংসের ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ম্যাচে ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন তিনি।
২টি ছক্কায় আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন গেইল। আইপিএলের ইতিহাসে ১৩৩ ম্যাচের ১৩২ ইনিংসে মোট ৩৫১টি ছক্কা মারলেন দ্য ইউনিভার্স বস।
আইপিএলে এখন সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের। তারপর আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। ১৭০টি ম্যাচের ১৫৭ ইনিংসে ২৩৭টি ছক্কা হাঁিকয়েছেন ডি ভিলিয়ার্স। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি ২১৬টি, মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ২১৪টি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ২০১টি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউরোতে সমর্থকদের উপস্থিতির গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছেন মিউনিখের মেয়র

চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে মাহে রমজান শুরু