ভিতরে

আবারো হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে বাইডেনের কুকুর মেজরকে

FILE PHOTO: Major, one of the family dogs of U.S. President Joe Biden and first lady Jill Biden, explores the South Lawn after on his arrival from Delaware at the White House in Washington, U.S. January 24, 2021. Adam Schultz/White House/Handout via REUTERS/File Photo

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেয়াড়া কুকুর মেজরকে আবারো হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে।
আদব কায়দা শেখানোর জন্য তাকে স্কুলে পাঠানো হচ্ছে, যেন সে প্রেসিডেন্টের কুকুরের মতোই কেতাদুরস্ত হয়ে ওঠে।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মিশেল লা রোজা বলেন, মেজরকে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ দেয়া হবে যেন সে হোয়াইট হাউসের জীবনের সাথে আরো ভালোভাবে মানিয়ে নিতে পারে।
তিনি আরো জানান, ওয়াশিংটন ডিসি এলাকাতেই তার প্রশিক্ষণ চলবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে।
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে বসবাস শুরু করলে কুকুর মেজরকেও ডেলওয়ার থেকে নিয়ে আসা হয়। কিন্তু হোয়াইট হাউসের জীবনের সাথে জার্মান শেফার্ড এই কুকুর নিজেকে মানাতে পারছিল না। তার মেজাজ বিগড়ে গিয়েছিল। এ সময় তাকে কিছু দিনের জন্য ডেলওয়ারে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া প্রশিক্ষণও দেয়া হয় তাকে। কিন্তু তা যথেষ্ট ছিল না বলে মনে করা হচ্ছে।
এদিকে বাইডেন পরিবার হোয়াইট হাউসে চ্যাম্প নামের আরেকটি কুকুরও নিয়ে আসে। মেজরের প্রশিক্ষণ চলাকালে সে হোয়াইট হাউসে থাকবে বলে জানালেন লা রোজা।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনাভাইরাস মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের পরমাণু কেন্দ্রের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় : হোয়াইট হাউস