ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ দুধ ডিম মাংস বিক্রয় কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জ-১২/৪/২১ সোমবার। শাহনেওয়াজ দুলাল

আজ সোমবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারনে সাধারণ মানুষের মাঝে প্রণীজ পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মোস্থাফিজুর রহমান, জেলা পোল্ট্রি ফিড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান আলাল,সহ সম্পাদক এস এম কামাল হোসেন, সহ সভাপতি গোলাম আজম সহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ। জেলার ৫ টি উপজেলায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পর সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর একযোগে ১৪ টি অটোভ্যান ও মিনি ট্রাকের মাধ্যমে নায্য মুল্যে ডিম,দুধ ও মাংস বিক্রয় করা হচ্ছে যা রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানান জেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ড মোস্তাফিজুর রহমান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে পালিত হচ্ছে পাহাড়ের বৈসাবী উৎসব

নাটোরে ভ্রাম্যমাণ দুধ ডিম মাংস বিক্রয় কার্যক্রম শুরু