ভিতরে

ক্যামেরুনকে উপহার হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিনের ২ লাখ ডোজ দিয়েছে চীন

ক্যামেরুন করোনাভাইরাস মোকাবেলায় রোববার চীনের সিনোফার্মার দুই লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে। বেইজিংয়ের পক্ষ থেকে উপহার হিসেবে তারা এসব টিকা পেল। রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
মধ্য আফ্রিকার এ দেশে টিকাদান কর্মসূচির প্রথম ধাপে এসব টিকা ব্যবহার করা হবে।
শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী মালাচি মনাউদা ক্যামেরুনের নাগরিকদের টিকা নেয়ার আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে অধিক ঝুঁকির মুখে থাকা ব্যক্তিদের বিশেষভাবে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করেন।
খবরে বলা হয়, দুই কোটি ৬০ লাখ জনসংখ্যার এ দেশ আফ্রিকা মহাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ৬১ হাজার ৭০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯১৯ জন ।
প্রতিবেশি দেশ গিনি ও গ্যাবন সিনোফার্মার ভ্যাকসিন ব্যবহার করে ইতোমধ্যে তাদের টিকাদান কর্মসূচি শুরু করেছে।
গত ডিসেম্বরে চীন জানায় যে সিনোফার্মার ভ্যাকসিন ৭৯ শতাংশ কার্যকর। তবে তারা তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ ছাড়াই এমন তথ্য উপস্থাপন করে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে উয়েফার তদন্তের আওতায় সার্বিয়া

করোনার কিউবান ভ্যাকসিন উৎপাদন করবে ভেনিজুয়েলা : মাদুরো