ভিতরে

সাকিবকে কলকাতার সম্পদ বলছেন মরগান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামা বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলের সম্পদ বলে মন্তব্য করলেন কলকাতার অধিনায়ক ইংল্যান্ডের ইয়োইন মরগান।
এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে দল নিয়ে কথা বলতে গিয়ে সাকিবের প্রশংসা করেন মরগান।
তিনি বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য অবশ্যই বাড়বে। এছাড়া এই সময় উপমহাদেশের পিচগুলো ক্রমশ মন্থর হয়ে যায়। তাই তার মতো বাঁ-হাতি স্পিনার দলের সম্পদ। টি-টুয়েন্টি ক্রিকেটে সাকিব কত বড় ব্যাটসম্যান, তা সকলেই জানি। তাই সাকিব থাকায় দল আরও সমৃদ্ধ হল।’
একাদশে সাকিব নাকি ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন, কে খেলবেন, এই নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। একাদশে কে খেলবেন সেটি স্পষ্ট করেননি মরগান।
তিনি বলেন, ‘সাকিব ও সুনিলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। গত বছর সুনিলের খারাপ কেটেছিল। কিন্তু বছরের পর বছর সে আমাদের হয়ে ভালো খেলেছে। কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা সে জানে। আর সাকিব তো বেশ কয়েক মৌসুম কলকাতার হয়ে খেলেছে, দুর্দান্ত সব পারফরমেন্সও করেছে সাকিব। একাদশে কার সুযোগ হবে, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লিগ ওয়ান: সমান তালে এগিয়ে যাচ্ছে লিলি, পিএসজি

পিএসজির মোকাবেলার আগে বুন্দোসলিগায় পয়েন্ট খোয়ালো বায়ার্ন মিউনিখ