ভিতরে

অমর একুশে বইমেলা ১২ এপ্রিল শেষ হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আগামী ১২ এপ্রিল সোমবার অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
করোনা ভাইরাস সংক্রামণ পরিস্থিতির কারণে দুদিন আগেই শেষ হচ্ছে এই বইমেলা।
আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সংবাদটি সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব ধরনের ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি ‘অমর একুশে বইমেলা ২০২১’ ও অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ০১, হামলাকারী গ্রেফতার।