রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, দানবীর এবং মুরাদনগর-হোমনা-দেবিদ্দার থেকে নির্বাচিত সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব মো. আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, আলহাজ্ব আবুল হাশেমের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। দেশে শিক্ষা বিস্তারে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।
আবদুল হামিদ মরহুম আবুল হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলহাজ্ব আবুল হাশেম আজ বেলা ১১টায় রাজধানীর শ্যামলীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি ১০ মেয়ে ও ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভিতরে জাতীয়
সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব আবুল হাশেমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
