ভিতরে

ভারতে একদিনে সর্বাধিক ভ্যাকসিন দেওয়ার রেকর্ড

ভারতে ২৪ ঘণ্টায় ৪৩ লাখের বেশি কোভিড -১৯-এর টিকা দেয়া হয়েছে, যা এখন পর্যন্ত দেশটির একদিনের সর্বোচ্চ টিকাদান। মঙ্গলবার কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশটিতে এ যাবত ৮, ৩১,১০,৯২৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। খবর পিটি আই’র।
সকাল ৭ টার আপডেট তথ্য অনুসারে ২৪ ঘন্টার ব্যবধানে মোট ৪৩,লাখ ৯৬৬ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে যার মধ্যে ৩৯ লাখ ৫০৫ জন সুবিধাভোগী প্রথম ডোজ পেয়েছেন এবং ৪ লাখ ৪৬১ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং কেরালায় এ অবধি মোট ৬০ শতাংশ পরিমাণ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, দেশে দেওয়া মোট ৮,৩১,১০,৯২৬ জাবের মধ্যে মহারাষ্ট্র এ পর্যন্ত সর্বোচ্চ ৮১,২৭,২৪৮ ডোজ,গুজরাট ৭৬,৮৯,৫০৭ ডোজ, রাজস্থানে ৭২,৯৯,৩০৫, উত্তরপ্রদেশে ৭১,৯৮,৩৭২ এবং পশ্চিমবঙ্গে ৬৫,৪১,৩৭০ ডোজ দেওয়া হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভারতের উত্তরবঙ্গে ৪.১ মাত্রার ভূমিকম্প

ইরানের পরমাণু চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের আলোচনায় যোগদান