ভিতরে

তাইওয়ানে সুড়ঙ্গ রেলপথে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু

তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গ রেলপথের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবোঝাই ট্রেন লাইনচ্যুত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে (গ্রীনিজ মান সময় ০১৩০ টায় ) এ দুর্ঘটনা ঘটে। কয়েক দশকের মধ্যে দ্বীপের সবচেয়ে ভয়াবহ এই রেল দুর্ঘটনা সম্পর্কে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, এতে ৪৮ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং আহত অপর ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় শহর হুয়ালিয়ানের কাছে টানেলে প্রবেশের আগ মুহূর্তে একটি ট্রেনের সঙ্গে একটি রক্ষণাবেক্ষণ যানবাহনের ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।
হুয়ালিয়ানের কাউন্টি পুলিশ প্রধান টিসাই ডিং-হ্যাসিয়েন সাংবাদিকদের বলেন, ‘সঠিকভাবে পার্ক না করা একটি নির্মাণ যানবাহন রেল ট্র্যাকের পর পড়ে যায়।’
তিনি আরো বলেন, এই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি হাসপাতালগুলোকে এই বড় ধরনের হতাহতের ঘটনার জন্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আটকা পড়া লোকদের উদ্ধার করাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাশিয়া-চীনের জোরদার সম্পর্ক অব্যাহত থাকবে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা চলছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী