ভিতরে

ফ্রান্সের উপকূল থেকে যুক্তরাজ্য অভিমুখী দেড়শ’র বেশি অভিবাসি উদ্ধার

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দেড়শ’র বেশি অভিবাসিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ শিশু এবং গর্ভবতী এক নারী রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
তারা জানায়, আটটি নৌযানে করে ১৫৯ জন অভিবাসিতে ডানকির্ক ও বোলগনে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছে।
২০১৮ সালের শেষের দিক থেকে আইন বহির্ভূতভাবে চ্যানেল অতিক্রম করার সংখ্যা অনেক বেড়ে গেছে। এ চ্যানেল দিয়ে অনেক জাহাজ চলাচল করায় এবং ¯্রােত ও পানি একেবারে ঠান্ডা থাকার কারণে এটি অতিক্রমে অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও অভিবাসিরা এ পথে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করায় এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, কেবলমাত্র ২০২০ সালে প্রায় সাড়ে ৯ হাজার অভিবাসি এ পথ অতিক্রম করে বা অতিক্রম করার চেষ্টা করে। আগের বছরের তুলনায় এ সংখ্যা চার গুণেরও বেশি।
গত বছর এ পথ অতিক্রম করতে গিয়ে ৬ জনের মৃত্যু ও তিনজন নিখোঁজ হয়। ২০১৯ সালে এ চ্যানেল অতিক্রম করতে গিয়ে চারজন প্রাণ হারিয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জেগে উঠছে ফেনীর গৌতমখালী মরা নদী : কমবে বন্যা, বাড়বে কৃষি আবাদ

পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলো এবং ইরানের বৈঠক