ভিতরে

দ.ক্যালিফোর্নিয়ায় গুলিতে ৪ জন নিহত

আমেরিকার লস অ্যাঞ্জেলসের ৫৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ অরেঞ্জ নগরীতে বুধবার সন্ধ্যায় বেপরোয়া গুলির ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও দু’জন আহত হয়েছে। স্থানীয় এসবিসি নিউজ চ্যানেল একথা জানায়। খবর সিনহুয়ার।
অরেঞ্জ পুলিশ বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়, তারা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
মেট্রো সিটি ফায়ার অথোরিটি ডিসপাচ জানায়, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত দু’জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। অরেঞ্জ নগরীসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১২ লাখের বেশি জনসংখ্যার দমকল এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানের এটি একটি জরুরি সংস্থা।
স্থানীয় এবিসি ৭ নিউজ চ্যানেল জানায়, পুলিশ কেবলমাত্র ঘটনাস্থলে পাওয়া হতাহতের সংখ্যার কথা জানায়। কিন্তু এ গুলির ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তা হেফজতে রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা হয়নি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত

ব্রাজিলের নতুন তিন বাহিনীর প্রধানের নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট