ভিতরে

ফ্রান্সের প্রেসিডেন্ট আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ বুধবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে নতুন সরকারি সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে দেশবাসী। এমন প্রেক্ষাপটে তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন। প্রেসিডেন্টের দপ্তরের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি আজ বুধবার এ খবরা জানিয়েছে।
করোনাভাইরাস নিয়ে মাখোঁ বিরোধী দলগুলোর কঠোর সমালোচনার মুখে পড়েছেন। দেশব্যাপী দ্রুত লকডাউন আরোপের ব্যাপাওে কোন কোন চিকিৎসা বিশেষজ্ঞ আপত্তি জানিয়েছেন। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে কি ধরনের ঘোষণা আসে, সেটি দেথার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। এদিকে অনেকে আশা করছেন, কোভিড-১৯ রোগ সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে স্কুলগুলো বন্ধ করে দেয়া হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভিয়েতনামে চার মানবাধিকার কর্মীর ১০ বছরের কারাদন্ড

ফেডারেল বিচারক হিসেবে কৃষ্ণাঙ্গ নারী ও প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন বাইডেনের