ভিতরে

১৬ ওভারে ১৭০ রানের টার্গেট পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি জিততে হলে ১৬ ওভারে ১৭০ রান করতে হবে বাংলাদেশকে।
নেপিয়ারে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্বান্ত নেয় বাংলাদেশ। এই সফরে প্রথমবারের মত টস ভাগ্যে জিতলো টাইগাররা।
বৃষ্টির কারনে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি নিউজিল্যান্ড। ১৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রান করে কিউইরা। এরপর বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭০ রানের টার্গেট পায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট হাতে গ্লেন ফিলিপস ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন। এছাড়া ড্যারিল মিচেল ১৬ বলে ৬টি চারে অপরাজিত ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে মাহেদি হাসান ৪৫ রানে ২টি উইকেট নেন।
প্রথম টি-টুয়েন্টি ৬৬ রানে জিতেছিলো নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এগুয়েরোর সাথে ১০ বছরের সর্ম্পক শেষ করতে যাচ্ছে ম্যান সিটি