ভিতরে

মহিলা পরিষদের অনলাইনে জাতীয় পরিষদ সভা আগামীকাল

‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করি, নারী আন্দোলনকে অগ্রসর করি’- শ্লোগানকে সামনে রেখে অনলাইনে জাতীয় পরিষদ সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভার্চুয়ালি দু’দিনব্যাপী (৩১ মার্চ- ১ এপ্রিল) এই সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সভায় সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সেও হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মিস ক্রিস্টিন জোহানসন এবং ইউ এন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া।
উল্লেখ্য, জাতীয় পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী দুই জাতীয় সম্মেলনের মধ্যবর্তী সময়ে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি।
প্রতিবছর জাতীয় পরিষদ সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

প্রধানমন্ত্রীর সাবেক পিও শাহজাহানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে : হানিফ