ভিতরে

করোনা আক্রান্ত ইরফান

শচীন টেন্ডুলকার ও ইউসুফ পাঠানের পর এবার করোনা আক্রান্ত হলেন ইরফান পাঠান।
সম্প্রতি রোড সেফটি সিরিজ খেলেছেন ভারতের সাবেক খেলোয়াড়রা। সেখানে খেলেছিলেন টেন্ডুলকার-ইউসুফ ও ইরফানসহ আরও অনেকে।
কিছুদিন আগেই টুইট করে নিজে করোনা আক্রান্ত হবার খবর দেন টেন্ডুলকার। এরপর ইউসুফ পাঠান এবং বদ্রিনাথের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
সোমবার করোনা আক্রান্তের খবর দিলেন ইউসুফের ছোট ভাই ইরফান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইরফান লিখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার কোন উপসর্গ নেই। নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। শেষ কিছু দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরকে অনুরোধ করছি, পরীক্ষা করতে। সবাই মাস্ক পড়–ন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সুস্থ থাকুন, এই কামনা করি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

এগুয়েরোর সাথে ১০ বছরের সর্ম্পক শেষ করতে যাচ্ছে ম্যান সিটি

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করা হবে কাল