ভিতরে

বিশ্বকাপ বাছাই: সার্জি গ্যানাব্রির একমাত্র গোলে জার্মানীর জয়

সার্জি গ্যানাব্রির প্রথমার্ধের একমাত্র গোলে রোমানিয়াকে রোববার বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ ব্যবধানে পরাজিত করেছে জার্মানি।
বায়ার্ন মিউনিখ উইঙ্গার গ্যানাব্রি এ নিয়ে জাতীয় দলের হয়ে মাত্র ১৯ ম্যাচে ১৬ গোল করলেন। বুখারেস্টে স্বাগতিক রোমানিয়ার বিপক্ষে কাল জার্মানরা বেশ আগ্রাসী খেলা খেললেও গোলের দেখা পায়নি। সব মিলিয়ে ১৮টি শট তারা নিয়েছে। রোমানিয়ার থেকে যা দ্বিগুন বেশী। যদিও শেষ মুহূর্তে বেশ কিছু ভাল সুযোগ সৃষ্টি করেও সফল হতে পারেনি স্বাগতিকরা।
জার্মান মিডফিল্ডার জসুয়া কিমিচ বলেছেন, ‘আমরা ম্যাচটিকে আরো সহজ করে তুলতে পারতাম। ৯০ মিনিটে তারা সমতা ফিরতে ব্যর্থ হয় যা আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। ম্যাচের আগে যে পরিকল্পনা আমরা করেছিলাম তার শতভাগ সফল না হলেও তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ।’
এই জয়ে আর্মেনিয়াকে মাত্র এক গোলের ব্যবধানে পিছনে ফেলে গ্রুপ-জি’র শীর্ষ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে জার্মানী। আর্মেনিয়াও বাছাইপর্বে তাদের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে।
ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াচিম লো বলেছেন, ‘এই ম্যাচ নিয়ে যদি কোন ধরনের সমালোচনা হয় তবে সেটা হবে আমরা আমাদের সুযোগগুলো সঠিক ভাবে কাজে লাগাতে পারিনি।’
২০২২ বিশ^কাপ বাছাইপর্বে প্রথম ধাপে জার্মানি তিনটি ম্যাচে অংশ নিবে। লো তিনটিতেই জয়ের লক্ষ্য স্থির করেছেন। বুধবার নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে সেই লক্ষ্য পূরনে কোচকে সহযোগিতা করতে পারে শিষ্যরা।
গত বৃহস্পতিবার ২০২২ বিশ^কাপের স্বাগতিক কাতারকে লক্ষ্য করে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ‘হিউম্যান রাইটস’ লেখা টি শার্ট পড়ে প্রতিবাদ জানিয়েছিল জার্মান খেলোয়াড়রা। রোববার বুখারেস্টেও জার্মান দল ম্যাচ শুরুর আগে সেই টি-শার্টটি আবারো পড়ে কাতারে অভিবাসী নাগরিকদের মানবেতর জীবনযাপনের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে। হিউম্যান রাইটস ঘোষিত জাতিসংঘের যে ৩০টি পয়েন্ট রয়েছে তার প্রতি নজড় দিতেই বাছাইপর্বে বিভিন্ন দল এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এমনকি জার্মান এফএ টুইটারে দলের একটি ছবি পোস্ট করে তার ক্যপশনে লিখেছে, ‘আমরা ৩০।’
জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বলেছেন, ‘ আমরা সবাই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধুমাত্র মাঠে নয়, মাঠের বাইরেও আমাদের সকলের কিছু দায়িত্ব রয়েছে। আমরা সবাই ৩০ আর্টিকেলের পক্ষে কঠোর অবস্থানে আছি। এর সঠিক বাস্তবায়ন অচিরেই করতে হবে’
আগের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ী দলটি নিয়ে কাল রোমানিয়ার মুখোমুখি হয়েছিল লো। ১৮ মিনিটে এন্টোনিও রুডিগার রক্ষনভাগের উপর দিয়ে চেলসি সতীর্থ কেই হাভার্টজকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন। সেই বল থেকে গ্যানাব্রি কোন ভুল করেননি। মিনিট খানেক পরে ২৫ মিটার দুর থেকে কিমিচের শট ক্রসবারে ডিফ্লেকটেড হয়ে ফেরত না আসলে ব্যবধান দ্বিগুন হতে পারতো।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোমানিয়ান গোলরক্ষক ফ্লোরিন নিটা বেশ কয়েকটি সেভ করে স্বাগতিকদের রক্ষা করেছেন। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গ্যানাব্রি নিটাকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি। এরপর ইকে গুনডোগানকে হতাশ করে নিটা। ম্যাচ শেষের ১০ মিনিট আগে চেলসি স্ট্রাইকার টিমো ওয়ার্নারকে সফল হতে দেননি নিটা। ম্যাচের একেবারে শেষ মিনিটে জর্জ পুসকাস সরাসরি নয়্যারের হাতে বল জমা দিলে সমতায় ফেরা হয়নি রোমানিয়ার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শেফস টেবিলের ৩৬ রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন

বিশ্বকাপ বাছাই: এমবাপ্পের পেনাল্টি মিসের দিনে ফ্রান্সের জয়