ভিতরে

চট্টগ্রামে হেফাজতের হরতালে জনজীবন স্বাভাবিক

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে তেমন সাড়া নেই বন্দরনগর চট্টগ্রামেÑজনজীবন স্বাভাবিক রয়েছে। হরতাল আহ্বানকারীদেরও রাস্তায় দেখা যায়নি। কাউকে পিকেটিং করতেও দেখা যায় নি। সকাল থেকে অনেকটা স্বাভাবিক নিয়মে রাস্তায় চলছে যানবাহন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা। তবে যে কোনো নাশকতামূলক কর্মকা- প্রতিহত করতে পুলিশ সদস্যরাও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ‘নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোথাও বিশৃঙ্খলা ঘটেনি। তবে দামপাড়া ও এ কে খান, সিটি গেট বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন কম চলছে।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা জানান, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়ছে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলছে।’
নির্ধারিত সময়ের কিছুটা দেরীতে হলেও পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী সব ট্রেনই চলাচল করছে। পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ‘নিরাপত্তা নিশ্চিত হয়েই ট্রেন চালাতে হচ্ছে। হরতালেও ট্রেন চলছে। ইমারজেন্সি সেল থেকে নির্দেশনা নিয়ে ট্রেন চালানো হচ্ছে।’
এদিকে হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। হাটহাজারী মাদ্রাসা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড তুলে দেওয়া হচ্ছে। তবে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হাটহাজারী বড় মাদ্রাসা হিসেবে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসার সামনে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়ে আছে হেফাজত কর্মীরা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ‘আগের দুই দিনের মতো হেফাজত কর্মীরা সড়কে অবস্থান করছে। নতুন কোনো পরিস্থিতি নেই। উপজেলার অন্যান্য স্থানে পরিস্থিতি স্বাভাবিক।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রেক্ষিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমের জামিন স্থগিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নারীদের চ্যালেঞ্জগুলো জয় করে এগিয়ে যেতে হবে : স্পিকার