ভিতরে

করোনায় আক্রান্ত হয়ে বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন পোলিশ গোলরক্ষক স্কোরুপস্কি

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আসা পোল্যান্ড জাতীয় দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হয়েছেন গোলরক্ষক লুকাস স্কোরুপস্কি।
দলটির ব্যাক-আপ এই গোলরক্ষককে তাই বিশ্¦কাপ বাছাইপর্বের দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। রোববার অ্যন্ডোরা ও বুধবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে তাই স্কোরুপস্কি পোলিশ দলে থাকছেন না।
তার পরিবর্তে প্রথমবারের মত জাতীয় দলে ডাকা হয়েছে পোল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের খেলোয়াড় ক্যারল নিয়েমজিচকিকে। ইতোমধ্যেই ২১ বছর বয়সী এই গোলরক্ষক দলে যোগ দিয়েছেন।
এর আগে হাঙ্গেরির বিপক্ষে বাছাইপর্বে ৩-৩ গোলের ড্রয়ের প্রথম ম্যাচের পর লিডস মিডফিল্ডার মাটেয়াম ক্লিচ কোভিড পজিটিভ হয়েছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন হালেপ

পঞ্চম বিশ্বকাপ খেলার পথে এগিয়ে যাচ্ছেন রোনাল্ডো