ভিতরে

ভারতে একদিনে করোনায় ৩০০ অধিক লোকের মৃত্যু

ভারতে শনিবার একদিনে করোনায় এ বছরে সর্বোচ্চ ৬২ হাজার ৭১৪ জন আক্রান্ত এবং ৩০০ বেশী লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৬২৪ জন।
রবিবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। করোনা সংক্রমন ধারাবাহিক বৃদ্ধি পেয়ে ১৮ তম দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩১০ জন, যা মোট আক্রান্তের ৪.০৬ শতাংশ এবং পুনরুদ্ধার হার কমে দাঁড়িয়েছে ৯৯.৫৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭১৪ জন, যা ২০২০ সালের ১৬ অক্টোবরের পরে সর্বোচ্চ। সংক্রমনের সংখ্যা বেড়েছে ১ লাখ ৬১ হাজার ৫৫২ জন। গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে। এরআগে গত ২৫ ডিসেম্বর একদিনে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ১৬ অক্টোবর একদিনে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৬৩ হাজার ৩৭১ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মিয়ানমারে নিরস্ত্র জনগণের ওপর সশস্ত্র হামলায় বিভিন্ন দেশের সেনা প্রধানের নিন্দা

পবিত্র শবে বরাত আগামীকাল