ভিতরে

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ : কুমিল্লায় পুরুষ ফুটবল শুরু

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর ফুটবল ইভেন্ট (পুরুষ) প্রতিযোগিতা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার বেলা দেড় টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো: কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক সদস্য ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু, পুলিশ সুপার ফারূক আহএমদ পিপিএম (বার), ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার। সভা পরিচালনা করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।
প্রতিযোগিতায় ৮টি জেলা দল ছাড়া বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী অংশ নিচ্ছে। প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সাতক্ষীরা জেলা দল ৩-০ গোলে স্বাগতিক কুমিল্লা জেলা দলকে পরাজিত করে।সাতক্ষীরা জেলা দলের পক্ষে ১টি করে গোল করেন সুমন, জাকির, মহানন্দ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টি-টুয়েন্টিতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

দেশে ফিরছেন তামিম-হাসান