ভিতরে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

নগরীর কাটাখালী থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও বিস্ফোরণে ১৭ জন নিহত এবং দু’জন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস, রাজশাহীগামী একটি মাইক্রোবাস এবং লেগুনার ত্রিমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
তিনি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬জনের মৃত্যু হয় এবং আহত দু’জনের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ , ৪জন নারী ও দু’জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে উপহার পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর