ভিতরে

আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ওয়ানডেতে ষষ্ঠবারের মত নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।
লজ্জার হারের ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানান, দল ভালো ক্রিকেট খেলেনি।
বল হাতে ভালো শুরুর পরও তা ধরে রাখতে না পারাটা হতাশার বলে জানান তামিম, ‘আমরা বল হাতে ভালো শুরু করেছিলাম। ৫৭ রানের মধ্যেই নিউজিল্যান্ডের ৩ উইকেট শিকার করেছিলো বোলাররা। কিš‘ নিউজিল্যান্ডের কনওয়ে ও মিচেল সত্যিই দারুণ ব্যাটিং করেছে। মাঝেমাঝে ছোট ছোট কিছু বিষয় বেশি ব্যথা দেয়। ক্যাচ আর সুযোগ হাতছাড়া হয়েছে, তবে কৃতিত্ব দিতেই হবে নিউজিল্যান্ডকে। পুরো সিরিজে দুর্দান্ত খেলেছে নিউজিল্যান্ড।’
কনওয়ের ১২৬ ও মিচেলের অপরাজিত ১০০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১৮ রান করে নিউজিল্যান্ড। ৩১৯ রানের টার্গেটে ১৫৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাই নিজেদের ব্যাটিং পারফরমেন্সে খুশী নন তামিম। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। অনেক বাজে শট খেলেছি। এখানে ব্যাট করতে হলে ধৈর্যশীল হতে হয়। আমরা দশ ওভারে তিন উইকেট হারিয়েছি। সেখানেই ম্যাচ হেরেছি।’
ম্যাচ হারের জন্য কোন অজুহাত না দিয়ে তামিম বলেন, ‘আমি এমন ব্যক্তি নই যে, কোয়ারেন্টাইন ইস্যু বা প্র¯‘তির ঘাটতিকে অজুহাত দিবো। সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টেস্টের চেয়ে আইপিএলকে প্রাধান্য ওকসের

বিমান বন্দরে নরেন্দ্র মোদিকে লালগালিচা সংবর্ধনা