ভিতরে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে ধর্মীয় উগ্রবাদের কোন স্থান নেই। তিনি বলেন, শাল্লার নোয়াগাঁওয়ে সংখ্যা লঘুদের বাড়ি-ঘরে হামলাকারীদের সঠিক বিচার হবে।
ধর্ম প্রতিমন্ত্রী আজ দুপুরে শাল্লার ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও পরিদর্শনকালে গ্রামবাসীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসনের দেয়া ২ টন চাল বিতরণ করা হয় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রস্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার করে টাকা করে প্রদান করে।
উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

বিএসএমএমইউয়ে জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি