ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধের ইনজুরিতে পড়েন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। এই ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। এর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে এ কথা জানানো হয়েছিলো।
এবার আরও বড় দুঃসংবাদ পেলেন আইয়ার। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর থেকেও ছিটকে গেলেন তিনি। অর্থাৎ আসন্ন আসরে দিল্লি ক্যাপিটালসের মাঠে নামা হবে না আইয়ারের।
এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লির দলের অন্যতম মালিক পার্থ জিন্দল। এক টুইটার বার্তায় তিনি লিখেন, ‘আমাদের অধিনায়কের জন্য আমরা বিধ্বস্ত। মন শক্ত রেখো তুমি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরও ভাল ছন্দে তোমাকে ফিরে পাবো বলে আশা করছি। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের তোমাকে প্রয়োজন।’
গেল মৌসুমেই দিল্লি অধিনায়কত্ব করেছেন আইয়ার। তার নেতৃত্বে ফাইনালে উঠেছিলো দিল্লি। আসন্ন মৌসুমের জন্য এবার দিল্লিকে নতুন অধিনায়ক খোঁজার পরীক্ষায় নামতে হবে।
ভিতরে খেলা
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও আইপিএল থেকেই ছিটকে গেলেন আইয়ার
