চাঁপাইনবাবগঞ্জ-২৪/৩/২১ বুধবার। –শাহনেওয়াজ দুলাল– আজ সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষা মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন ও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু,জেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানের শুরুতেই বইটির লেখক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক জিয়াউল হক, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক নওশেবা নেহা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক বৃন্দ।
ভিতরে আঞ্চলিক
ড. এমরান হোসেন রচিত “প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু,বঙ্গভাষা ও বঙ্গমুক্তি “গ্রন্থের মোড়ক উন্মোচন ।
