ভিতরে

তামিম-মিঠুনের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭১ রান

অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের জোড়া হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস খালি হাতে ফিরলেও ওয়ানডেতে ৫০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তামিম। শেষ পর্যন্ত ১০৮ বল খেলে ১১টি চারে ৭৮ রান করেন তিনি।
তামিমের মত হাফ-সেঞ্চুরি করেছেন পাঁচ নম্বরে নামা মিঠুনও। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ৭৩ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফ সেঞ্চুরির ইনিংসে ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা হাকান মিঠুন।
এছাড়া দলের পক্ষে সৌম্য সরকার ৩২, মুশফিকুর রহিম ৩৪, মাহমুদুল্লাহ রিয়াদ ১৬, মাহেদি হাসান ৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৭ রান করেন।
নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ২টি, ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

৫০’র হাফ-সেঞ্চুরি তামিমের

বেলজিয়াম দলে যোগ দিচ্ছেন লুকাকু