ভিতরে

কলোরাডোতে মুদি গুদামে নির্বিচারে গলি বর্ষণে ১০ জন নিহত

Police stand outside a King Soopers grocery store where a shooting took place, Monday, March 22, 2021, in Boulder, Colo. (AP Photo/David Zalubowski)

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে সোমবার একটি মুদি দোকানের গুদাম ঘরে এক বন্দুকধারী বেপরোয়া গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে এটি হচ্ছে সর্বশেষ গুলি বর্ষনের ঘটনা। খবর এএফপি’র।
রাজ্যের রাজধানী ডেনভারের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত বোল্ডার কাউন্টির জেলা অ্যার্টনি মিশেল ডাগহার্টি জানান, বন্দুক হামলাকারী পলিশী হেফাজতে আছে এবং সে আহত হয়েছে।
পুলিশ প্রধান মরিস হেরল্ড জানান, নিহতদের মধ্যে ‘বীর’ পুলিশ কর্মকর্তা এরিক টালি (৫১) রয়েছেন। কিং সোপার সুপারমার্কেটে ঘটনাস্থলে প্রথম তিনি উপস্থিত হয়েছিলেন।
হেরল্ড বলেন, ‘আমরা ঘটনাস্থলেই ১০ জনের নিহত হওয়ার কথা জানতে পেরেছি।’
এর আগে সরাসরি প্রচার করা ভিডিওতে মধ্য-বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি পুলিশের হাতে বন্দি থাকতে দেখা যায়। এ সময় খালি গায়ে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অষ্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত