ভিতরে

উন্নতি দেখানো নয়, জিততে চান তামিম

নিউজিল্যন্ডের কাছে দ্বিতীয় ওয়ানডে হেরে আজ সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতে ২-০ ব্যবধানে এগিয়েও গেল কিউইরা। প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারানোর ভালো সুযোগ হারিয়েছে টাইগাররা।
ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। এরপর জবাব দিতে নামা নিউজিল্যান্ডকে ১১ ওভারে ৫৩ রানেই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।এমন অবস্থায় চালকের আসনেই ছিলো বাংলাদেশ। কিন্তু বাজে ফিল্ডিং, ক্যাচ মিসের কারনে হাত থেকে ম্যাচ ফসকে যায়। ১১০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে নিউজিল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম।
ম্যাচ শেষ তামিম বলেন, ‘আজ তাদের হারানোর যে সুযোগ পেয়েছিলাম, অতীতের এমনটি হয়নি। তাই আমাদের আজ জয় পাওয়া উচিত ছিলো।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন আপনি দেশের বাইরে কোনও দলকে হারাতে এমন সুযোগ পাবেন না। উইকেট ধীরগতির হলেও আমরা আজ ভাল ব্যাটিং করেছি। ২৭১ রান ভাল স্কোর। এরপর এক পর্যায়ে ৫৩ রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছি আমরা। ম্যাচটি আমাদের পক্ষে ছিল, তবে আমরা কিছু সুযোগ নষ্ট করেছি। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটি জিততে পারতাম। আমি সত্যিই হতাশ হয়েছি যে আমরা সুযোগটি কাজে লাগাতে পারিনি।’
প্রথম ওয়ানডেতে ১৩১ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে চেয়ে এই ওয়ানডেতে ভালো ব্যাট করেছে টাইগাররা। তাই ব্যাটিং বিভাগে উন্নতি দেখছেন তামিম। তিনি বলেন, ‘এ ম্যাচে আমাদের পারফরমেন্স ভালো ছিল। উন্নতি স্পষ্ট। কিন্তু আমরা এখানে উন্নতি করতে আসিনি। জিততে এসেছি। আমাদের জন্য ভালো সুযোগ ছিলো, সেটি হাতছাড়া হয়েছে। এমন সুযোগ কাজে লাগাতে হবে। সামনে আরও ভালো করতে হবে।’
তামিম আরও জানান, ইতিবাচক বিষয় খুঁজতে-খুঁজতে ক্লান্ত এবং এই হারের কোনও অজুহাত হতে পারে না। তিনি বলেন, ‘এই খেলা থেকে অনেক কিছুই ইতিবাচক আছে। তবে অধিনায়ককে ইতিবাচক বিষয় বারবার বলতে-বলতে ক্লান্ত হয়ে উঠতে হবে।’
তিনি আরও বলেন, ‘এখানে তিন বা চারটি ইতিবাচক বিষয় রয়েছে যা আমি প্রকাশ করতে পারি তবে এটি আমার উদ্দেশ্য নয়। আমার লক্ষ্য ম্যাচ জয়। যে জন্য জন্য আমরা এখানে এসেছি এবং সুযোগ সব সময় আসবে না। হ্যাঁ, আপনি যদি উন্নতির কথা বলেন, তবে অবশ্যই কিছু উন্নতি হয়েছে, তবে এতে কিছু আসে যায় না। যা গুরুত্বপূর্ণ তা আমরা আসলে করতে পারিনি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কাফ মাসেলের ইনজুরি সত্বেও তৃতীয় ওয়ানডেতে খেলবেন মুস্তাফিজ

ভারতের সাথে আমাদের শুধু আত্মার নয়, রক্তেরও সম্পর্ক : হানিফ