ভিতরে

মতিঝিলে আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে আদমজী কোর্ট ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় লোকজন জানিয়েছে, বাংলাদেশ পাটকল করপোরেশন ভবনের সপ্তম তলায় কাগজপত্রের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পুলিশ জানায়, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় নেমে আসেন। এছাড়াও আশপাশের ভবনের মানুষজনও নিরাপদে অবস্থান নেন। অগ্নিকান্ডের পর সেখানে পুলিশের টহল টিমের সদস্যরাও ওই ভবন থেকে অনেককে নিরাপদে নামিয়ে আনেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে সেতু মন্ত্রীর শোক

কবি ও শিল্পী খালিদ আহসান আর নেই