ভিতরে

আফগান প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তালেবানদের সাথে শান্তি আলোচনার বিষয়ে মতবিনিময় করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় রোববার এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, উভয়পক্ষ আফগানিস্তানে অব্যাহত সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির মৌলিক সমাধান ও স্থায়ী শান্তি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন।
বিবৃতিতে রোববার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আগত অস্টিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আফগানিস্তানের সাথে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বিবৃতি অনুসারে, ঘানি বৈঠককালে বলেন, শান্তি প্রক্রিয়ার জন্য আফগানিস্তানের অভ্যন্তরে সকল স্তরে ঐকমত্য রয়েছে এবং আফগান সরকার ঐকমত্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য যে সকল সুযোগ সুবিধা অর্জিত হয়েছে সেগুলিকে পুরোপুরি কাজে লাগাবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

কঙ্গোর বিরোধী প্রার্থী কোলেলাস কোভিড-১৯-এ মারা গেছেন