চাঁপাইনবাবগঞ্জ-২২/৩/২১ সোমবার। শাহনেওয়াজ দুলাল
আজ সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হকেের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল।প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন রাবিন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ এর সহকারী অধ্যাপক মোঃ ফখরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা,সদস্য আবুল বাসার, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মীনি বিউটি মন্ডল, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, কবির খান,সহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। পরে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী বৃন্দ।