চাঁপাইনবাবগঞ্জ২১-৩-২১ রবিবার। -শাহনেওয়াজ দুলাল –
আজ রবিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা সম্বলিত বাইসাইকেল র্যালির শুভ উদ্বোধন করা হয়। র্যালির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজ।

র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড শংকর কুমার কুন্ডু, জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম, সহকারী কমিশনার রুহুল আমিন। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘোরিয়া প্রান্তে শেষ হয়। র্যালিতে জেলা স্কাউটস ও জেলা রেডক্রিসেন্টের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।