ভিতরে

টপ-অর্ডার ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেয়ার আহ্বান তামিমের

আজ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়ার পর সিরিজে ঘুড়ে দাঁড়াতে টপ-অর্ডার ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে সাহসী ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
যদিও বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিলো। কিন্তু নিজেদের সামর্থ্য দেখানোর ধারে কাছে ছিলো না তারা। প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।
নিউজিল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ জানতো ভালো করার জন্য প্রথম ১০-১৫ ওভার খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু তামিমসহ দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ব্যাটসম্যানদের পারফরমেন্সে হতাশ হয়েছেন সমর্থকরা। কারন বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা থাকায়, অনেকেই ম্যাচ দেখতে ভোরে ঘুম থেকে উঠেছিলেন।
আজ ম্যাচ শেষে ডানেডিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো রেকর্ড করা ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমরা ৩/৪ জন বাজেভাবে আউট হয়েছি। যা আমরা প্রত্যাশা করি না। প্রথম দিকে সুইং, বাউন্স ছিল এবং গতি ছিল, তবে এসব কিছু নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রত্যাশিতই ছিল।’
তিনি আরও বলেন, ‘যেই পরিস্থিতিই হোক, আমরা ১৩০ (১৩১ রানে অলআউট) রান করার মত দল নই। আমরা আমাদের ব্যাটিং নিয়ে সর্বদা গর্ব করি। যদি আমরা এখানে ভালো করতে চাই, তবে অন্তত ২৭০-২৮০ রান করতে হবে।’
তামিমের আশা ব্যাটসম্যানরা ভুল থেকে শিক্ষা নেবে এবং সিরিজের বাকি ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা জ্বলে উঠবে।
তামিম বলেন, ‘আমাদের এই ট্রমা থেকে বেরিয়ে আসা দরকার। আমাদের ২৬০ রানের বেশি করার উপায় খুঁজে বের করতে হবে। ডিফেন্ড করার জন্য বোলারদের কিছু দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রথম পাঁচ জনের মধ্যে একজন ব্যাটসম্যানকে বড় ইনিংস খেলতে হবে। অন্তত যদি একজনও বড় ইনিংস খেলতে না পারে, তবে বড় স্কোর করা সম্ভব নয়। আমি আশা করি, পরের ম্যাচে টপ-অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলবে।’
তামিম জানান, ৮ উইকেটে হেরে যাওয়া প্রথম ওয়ানডে থেকে কিছুই নেয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এই ম্যাচ থেকে কিছু নেয়ার দরকার নেই। আপনি যদি এখান থেকে ইতিবাচক কিছু জানতে চান তবে, এটি ছিল মাহেদি হাসানের ছয় ওভার স্পেল। অন্যথায়, আমি এই ম্যাচ থেকে ইতিবাচক কিছু দেখতে পাচ্ছি না।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য : স্পিকার

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর রাজাপাকসের গুরুত্বারোপ