ভিতরে

দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯ হাজার রান রোহিতের

আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে মাত্র ১২ রান করেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এই রানের মাধ্যমে সব ধরনের টি-টুয়েন্টিতে ৯ হাজার রানের মালিক হলেন তিনি।
ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত। তবে বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত।
এই তালিকায় সবার উপরে আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার সংগ্রহ ১৩,২৯৬ রান। এরপর আছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (১০,৩৭০ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৯,৯২৬ রান), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকাকালাম (৯,৯২২ রান), ভারতের কোহলি (৯,৬৫০ রান), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৯,৪৫১ রান) ও অ্যারন ফিঞ্চ (৯,১৪৮ রান) এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৯,১১১ রান)।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউরোপা লিগ: হেরেও শেষ আটে আর্সেনাল

বাইডেনকে ভার্চুয়াল আলোচনার আমন্ত্রণ পুতিনের