ভিতরে

দ্বিতীয়বারের মত সিরিজে সমতা এনেও ক্ষুব্ধ কোহলি

গতরাতে চতুর্থ টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে আবারো সমতা এনেছে স্বাগতিক ভারত। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেও সমতা এনেছিলো টিম ইন্ডিয়া। ফলে সিরিজে এখন ২-২ সমতা।
কিন্তু চতুর্থ ম্যাচে দল জিতলেও, ক্ষুব্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলের উপর নন, আম্পায়ারদের কার্যকলাপে চটেছেন তিনি।
তৃতীয় আম্পায়ারের সিদ্বান্তে খুশী হতে পারেননি কোহলি। বেশক’টি বির্তকিত সিদ্বান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার বিরেন্দার শর্মা। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটা বন্ধ হওয়া দরকার। নয়তো এই ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই ধরনের ম্যাচে আমরা আরও বেশি স্বচ্ছতা আশা করি।’
ভারতের ইনিংসের ১৪তম ওভারে ফাইন লেগে ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ক্যাচ ধরেছিলেন ডেভিড মালান। অন-ফিল্ড আম্পায়ার আউটও দেন। তৃতীয় আম্পায়রও আউট দেন। কিন্তু টিভি রিপ্লেলেতে দেখা যায় বল মাটি ছুঁয়েছে।
এ নিয়ে কোহলি বলেন, ‘টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছে বল মাটি ছুঁয়েছে। তারপরও আউট দেয়া হয়েছে সূর্যকে।’
সূর্যকুমার যাদবের ৩১ বলে ৫৭ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ১৭৭ রান করে ম্যাচ হারে ইংল্যান্ড। ম্যাচ সেরা হন সূর্য।
ম্যাচ শেষ সূর্যের প্রশংসা করেছেন কোহলি, ‘দারুন ব্যাট করেছে সূর্য। আমাদের অবাক করেছে। এর আগে ঈশান কিষান অভিষেক ম্যাচে অসাধারণ ব্যাট করেছিল। আইপিএলের কারনে আমরা বেশ কিছু সাহসী ক্রিকেটার পেয়েছি।’
আগামীকাল সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী কাল

মেসিকে বার্সেলোনায় ধরে রাখাই মূল লক্ষ্য লাপোর্তার