ভিতরে

আলজেরিয়া উপকূলে ভূমিকম্প

আলজেরিয়া উপকূলে বৃহস্পতিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১:০৪ টায় (গ্রিনিচ মান সময় ০০০৪ টা) বাজাইয়া নগরীর ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস জানায়. বাজাইয়াতে ভূমিকম্পের আঘাতে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। নগরীর জনসংখ্যা প্রায় এক লাখ ৬৪ হাজার।
মার্কিন সংস্থা জানায়, সেখানে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর একই এলাকায় রিখটার স্কেলে ৫.২ ও ৪.৭ মাত্রার আরো দু’টি ভূমিকম্প আঘাত হানে।
বাজাইয়ায় জেনারেল ডিরেক্টরেট অব আলজেরিয়া সিভিল প্রটেকশন জানায়, এতে সেখানের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
তারা আরো জানায়, ভূমিকম্পে একেবারে পুরাতন কিছু বাড়ি ধসে পড়ার পাশাপাশি বিভিন্ন ভবনের দেয়ালে ফাঁটল ধরেছে।
ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বগুড়া থেকে ১১ হাজার মেট্রিকটন আলু বিদেশে রপ্তানী হচ্ছে

অমর একুশের বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ