ভিতরে

অমর একুশের বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’ অমর একুশে বইমেলার প্রথমদিন আগামীকাল প্রকাশিত হবে।
আগামী প্রকাশনী থেকে প্রকাশিতব্য এই বইটিতে তাঁর লিখিত শেখ মুজিব আমার পিতা গ্রন্থের নির্বাচিত ৬টি প্রবন্ধের অনুবাদ স্থান পেয়েছে। প্রবন্ধগুলো হচ্ছে, বাংলাদেশ উইনস ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গিপাড়া এন্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ , দ্য মার্ডার অব শেখ মুজিব এন্ড দ্য এটাক অন আওয়ার ইয়ং ন্যাশন, দ্য হাউজ অন ধানমন্ডি থার্টিটু, এ পিলগ্রিমেজ অব দ্য ন্যাশন
বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। প্রচ্ছদ সব্যসাচী মিন্ত্রী, মূল্য ২৫০.০০ টাকা। বইটির উৎসর্গ পত্রে লেখা হয়েছে মাই ফাদার শেখ মুজিবুর রহমান এন্ড মাই মাদার শেখ ফজিলাতুন নেসা মুজিব (রেনু)।
এর আগে আগামী প্রকাশনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪টি বই প্রকাশ করেছে। শেখ মুজিব আমার পিতা, নির্বাচিত প্রবন্ধ, সাদা কালো, ওরা টোকাই কেন, দারিদ্র দূরীকরণ: কিছু চিন্তাভাবনা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সহে না মানবতার অবমাননা, বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লিভিং ইন টিয়ার্স, পিপল এন্ড ডেমোক্রেসি, ডেমো ক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউমেনিটি এবং ডেমোক্রেসি পোভার্টি এলিমেনেশন পিস।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আলজেরিয়া উপকূলে ভূমিকম্প

মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গাজীপুরে