শাহনেওয়াজ দুলাল ,চাঁপাইনবাবগঞ্জ :
বৈধ সম্পত্তি,বাড়ি ও স্থাপনা নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)নোটিশ দিয়ে হয়রানি করছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া গোহালবাড়ি গ্রামের মহানন্দা নদীর তীরবর্তী ৫০/৬০ টি পরিবার। বৃহস্পতিবার(১৮’মার্চ) সকাল ১০ টায় ঐ গ্রামের সড়কে মানববন্ধন থেকে দাবি করা হয়, তাদের উচ্ছেদে পাউবো যে নোটিশ দিয়েছে তা বৈধ নয়। এ ব্যাপারে পাউবো,চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, যে সব জায়গার অবৈধ উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে তা ১৯৬৮ সালে পাউবোর অনুকুলে হুকুমদখলকৃত। তবে কোন ক্ষেত্রে এমনও হতে পারে যে, হুকুম দখলকৃত ভুমি সঠিকভাবে রেকর্ড হয় নি। এমতাবস্থায় বৈধ মালিকানা দাবিদার কেউ কেউ খাজনা দিচ্ছেন আবার কেউ দিচ্ছেন না এমন শোনা গেছে। পাউবো এমন কারও সুনির্দিষ্ট ও প্রমাণ ভিত্তিক অভিযোগ পেলে রেকর্ড সংশোধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ খান,খাইরুল বাসার,সুখু মন্ডল,ফজল আলী, সেরিনা বেগম,শিখা বেগম,সুমিলা খাতুন প্রমুখ।