ভিতরে

আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা ॥ ৯ জন নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে নয়জনের প্রাণহানি ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
বুধবার রাতে ওয়ারডাক প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যেখানে আফগান বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলে আসছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটির চার ক্রু সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ওয়ারডাক প্রদেশের গভর্ণরের মুখপাত্র মহিবুল্লাহ শরিফি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
উল্লেখ্য আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারিগরী ত্রুটি কিংবা জঙ্গিদের হামলায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

রাশিয়ার সাথে ভালো সম্পর্ক চায় না যুক্তরাষ্ট্র : ক্রেমলিন

বঙ্গবন্ধুর তুলনা শুধু বঙ্গবন্ধু’ই : পাটমন্ত্রী