ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।

আজ বুধবার জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

আজ সকাল ৮-৩০ মিঃ শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোখলেসুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু,জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামী লীগ নেতা ডাবলু।পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনও দেশে-বিদেশে সক্রিয় রয়েছে : প্রধানমন্ত্রী

আজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী