আগামী ১৯ মার্চ থেকে কোর্টে গড়াবে মুজিবর্ষ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার দাবা লিগ। ১১ দিনের আসর শেষ হবে ২৯ মার্চ। এবারের লিগে ১২ দলকে (গতআসরে প্রথম বিভাগ থেকে উঠে আসা দু’দলসহ) আমন্ত্রন জানানো হলেও একসেস ক্লাব অসম্মতি জানালে ১১ দল নিয়েই লিগ আয়োজন করবে ফেডারেশন। তবে এ বছর প্রিমিয়ার থেকে অবনমন হবে এক দলের।
আজ জাতীয় ক্রীড়া পরিষদে লিগ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ফেযারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি কেএম শহীদুল্লা , লিগ কমিটির সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও আন্তর্জাতিক দাবা আরবিটর হারুনুর রশিদ।
লিগের শীর্ষ তিনদলকে অর্থপুরস্কার, ট্রফি ও মেডেল প্রদানর করা হবে। এছাড়া ব্যক্তিগত পারফরমেন্সের জন্যও বোর্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।এবারের লিগে বিভিন্ন দলের হয়ে বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টার (নিয়াজ মোর্শেদ বাদে), তিনজন আন্তর্জাতিক মাস্টার, ভারতের আট জন গ্র্যান্ডমাস্টার ও পাচজন আন্তর্জাতিক মাস্টার এবং বেলারুশের একজন গ্র্যান্ডমাস্টার অংশ নেবেন।
ভিতরে খেলা
মুজিব বর্ষ প্রিমিয়ার দাবা লিগ
