ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা দিবস পালিত ।

শাহনেওয়াজ দুলাল- চাঁপাইনবাবগঞ্জ।

১৯৯৫ সালের ১৫ মার্চ তৎকালীন বিএনপি জাময়াত জোট সরকারের সময় নিধারিত মূল্যে সারের দাবিতে কৃষকরা আন্দোলন করলে বিএনপি সরকারের পুলিশ বাহিনী কৃষকের উপর গুলি চালিয়, সারাদেশে বিভিন্ন জায়গায় ১৮ জন কৃষক কে হত্যা করে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী কৃষক রত্ন ১৫ ই মার্চ কে কৃষক হত্যা দিবস হিসেবে ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকালে বাংলাদেশ কৃষক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটি উপলক্ষে শহরের মুজিব মঞ্চ থেকে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা কৃষক লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান,অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মসফিকুর রহমান টিটো। এছাড়াও কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।