ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শাহনেওয়াজ দুলাল- চাঁপাইনবাবগন্জ।

আজ ১৫/৩/২১ সোমবার সকাল ১১টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২১ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেজারত শাখার ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও। সহকারী কমিশনার চন্দন কর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম, কনজুমার এসোসিয়েশন(ক্যাবের)জেলা সভাপতি আব্দুল হান্নান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী, জেলা চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম,, ৫৩ বিজিবি প্রতিনিধি নায়েব সুবেদার মিনহাজ সহ অন্যরা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ” মুজিব বর্ষে শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি”। সেমিনারে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, আজ এ দিবস থেকেই সকলকে শপথ নিতে হবে আমরা যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নিদিষ্ট জায়গায় জমা করে পুড়িয়ে ফেলি এবং পলিথিন না ব্যাবহার করি।দূষণ মুক্ত বাংলাদেশ গড়তে ও আগামী প্রজন্মের জন্য আবাস যোগ্য বাংলাদেশ গড়তে সকলকে আহবান জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

করোনায় হাত ধোয়া ও মাস্ক পরায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগ পূর্তি উদযাপন।