প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া। ফরাসি চ্যাম্পিয়নরা গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পিএসজি অত্যন্ত আনন্দের সাথে ঘোষনা করছে যে এ্যাঞ্জেল ডি মারিয়া আরো এক বছরের জন্য চুক্তিবৃদ্ধি করেছেন। নতুন চুক্তিতে আরো এক বছর তার এই চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে।’
৩৩ বছর বয়সী ডি মারিয়া ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেবার পর ৮৭টি গোল করা ছাড়াও ৯৯টি গোলে সতীর্থদের এসিস্ট করেছেন। ডি মারিয়ার থেকে পিএসজির জার্সি গায়ে একমাত্র সাবেক বসনিয়ান মিডফিল্ডার সাফেট সুসিচ বেশী গোলে এসিস্ট করেছেন। ১৯৮২-৯১ সাল পর্যন্ত খেলা এই মিডফিল্ডার ১০৩টি গোলে সতীর্থদের বল যোগান দিয়েছেন।
ক্লাবের এক বিবৃতিতে ডি মারিয়া আশা প্রকাশ করে বলেছেন, ‘আমি সাফেট সুসিচের এই রেকর্ড ভাঙ্গতে চাই। কারন আমি ক্লাবের রেকর্ড বইয়ে নাম লেখাতে চাই।’
ভিতরে খেলা
পিএসজির সাথে ২০২২ পর্যন্ত চুক্তি নবায়ন করলেন ডি মারিয়া
