ভিতরে

কাল শুরু স্বাধীনতা দিবস হ্যান্ডবল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনা ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে ‘স্বাধীনতা দিবস হ্যান্ডবল হ্যান্ডবল প্রতিযোগিতা(পুরুষ ও নারী) ২০২১’।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ এর নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা লিমিটেড এর উপদেষ্টা তাশিক আহমেদ এবং রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল ।
টুর্নামেন্টে পুরুষ বিভাগে পাঁচটি ও নারী বিভাগে চারটিসহ মোট নয়টি দল অংশ নেবে।
উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও জামালপুর স্পোর্টস একাডেমি মুখোমুখি হবে।
পুরুষ বিভাগে অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
অংশ গ্রহনকারী নারী দলগুলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমী এবং নসরুল হামিদ স্পোর্টস একাডেমী।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দুই বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে পুঁজিবাজারে : বিএসইসি চেয়ারম্যান

হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু