ভিতরে

দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবা গ্রহীতা অবহিতকরণ সভা

জেলায় আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবা গ্রহীতাদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্স (ইনমাস)’-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইতি রানী পোদ্দার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. বাবুল মিঞা, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাজমুল ইসলাম, দিনাজপুরে পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভার শুরুতে সেবাগ্রহীতাদের মাঝে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্স (ইনমাস), দিনাজপুর-এর পরিচালক অধ্যাপক ডা. বি. কে. বোস।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নজরুল ইসলাম বুলবুল এর ইন্তেকালে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর শোক

জয়পুরহাটে ভক্তদের পদভারে মুখরিত শিবরাত্রি উৎসব সমাপ্ত