ভিতরে

জয়পুরহাটে শিক্ষাবৃত্তি বিতরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আজ শনিবার সকাল ১১ টায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে ৪০ টি বাই সাইকেল, ১০২ জনকে স্কুল ব্যাগ ও পেন্সিল বক্স বিতরণ করা হয়। এ ছাড়াও প্রাথমিক পর্যায়ে ২০৮ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি হিসেবে ১২শ টাকা করে ২ লাখ ৪৯ হাজার ৬ শ টাকা, মাধ্যমিক পর্যায়ে ১৬০ জনের হাতে ১৫শ টাকা করে ২ লাখ ৪০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪৪ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শিক্ষাবৃত্তি হিসেবে ২৫শ করে এক লাখ ১০ হাজার টাকার চেক।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিপিএল হচ্ছে না এ বছর

সাউথ জর্জিয়া রাইজে ভূমিকম্প